বৃহস্পতিবার ০২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ২৮ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: এই দেশের ফুটবলে খেলতে খেলতেই প্রাণ হারিয়েছেন ব্রাজিলীয় তারকা জুনিয়র। অকালে ঝরে গিয়েছেন সঞ্জীব দত্ত। শনিবার নিজামের শহরে ইস্টবেঙ্গল-হায়দরাবাদ ম্যাচ দেখতে দেখতে অনেকেরই বুক কেঁপে উঠেছিল। হায়দরাবাদের গোলকিপার অর্শদীপ সিং প্রশ্ন তুলে দিলেন ফুটবলারদের নিরাপত্তারও।
মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে হায়দরাবাদের পেনাল্টি বক্সের ভিতরে ভাসানো হয়েছিল বল। সেই বল তাড়া করছিলেন ইস্টবেঙ্গলের ব্রাজিলীয় তারকা ক্লেটন সিলভা। বলের পিছনে ধেয়ে আসতে থাকা ক্লেটনকে দেখে হায়দরাবাদের গোলকিপারও জায়গা ছেড়ে বেরিয়ে আসেন। তার পরে বিপজ্জনক ভাবে পা এগিয়ে বলটা ধরেন হাত দিয়ে। বেপরোয়া ভাবে অর্শদীপের পা চালানোর ফলে আহত হন ক্লেটন। তাঁর পেটের নীচে বুটের স্টাডের দাগ পড়ে যায়। অথচ রেফারি হায়দরাবাদের গোলকিপার অর্শদীপকে কার্ডও দেখাননি আবার পেনাল্টিও দেননি ইস্টবেঙ্গলের অনুকূলে। যেভাবে অর্শদীপের পা ক্লেটনের পেটে লাগে, ভয়ঙ্কর কিছু ঘটাও অস্বাভাবিক ছিল না। অর্শদীপের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ক্লেটন।
ফুটবল মাঠে ভয়াবহ এই দৃশ্য দেখে শিউরে উঠেছেন অনেকেই। কয়েকদিন আগে ফরাসি লিগে মোনাকোর ডিফেন্ডার উইলফ্রেড সিঙোগার বুটের স্টাডের আগাতে ক্ষতবিক্ষথ হয়েছিলেন প্যারিস সাঁ জাঁর গোলকিপার দোনারুমা।
এদেশের ফুটবল মাঠেও শনিবিকেলে হাড়হিম করা ঘটনা দেখা গেল। তিন প্রধানে খেলা প্রাক্তন ব্রাজিলীয় ডগলাস দ্য সিলভা সোশ্যাল মিডিয়ায় হায়দরাবাদ গোলকিপার অর্শদীপের সেই ভয়ঙ্কর পা ছোড়ায় আহত ক্লেটনের ছবি পোস্ট করে লেখেন, ''আজ তো আমি ভাবলাম, আমার আরেক ব্রাজিলীয় বন্ধুকে বোধহয় হারাতেই চলেছি। অন্য দেশ হলে এই গোলকিপারকে লাল কার্ড দেখানো হত। ১০টার বেশি ম্যাচ ওকে সাসপেন্ড করা হত।''
অর্শদীপের বেপরোয়া পা ছোড়া দেখে স্থির থাকতে পারেননি প্রাক্তন গোলকিপার শিল্টন পালও। তিনিও সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লিখেছেন, ''আজ হায়দরাবাদের গোলরক্ষক অর্শদীপ এমন জঘন্য এক ট্যাকল করেছে। এই ধরনের বেপরোয়া চ্যালেঞ্জের ফলাফল হল সরাসরি লাল কার্ড এবং দীর্ঘ সাসপেনশন। ইউরোপের শীর্ষ লিগে, এই ধরনের বিপজ্জনক ট্যাকল করলে মারাত্মক শাস্তি হয়। গোলরক্ষক হিসেবে মাঠে দৃষ্টান্ত স্থাপন করার দায়িত্ব আমাদের। অর্শদীপের ট্যাকল সমর্থনযোগ্য নয়। প্রতিপক্ষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিল। আসুন আমরা নিজেরাই দৃষ্টান্ত তৈরি করি, খেলার মান বৃদ্ধি করি।''
প্রাক্তন ফুটবলার থেকে ধারাভাষ্যকাররা যখন এই ঘটনা নিয়ে সোচ্চার, তখন রেফারি কার্ডও বের করেননি, পেনাল্টিও দেননি ইস্টবেঙ্গলকে।
#DouglasSilva#CleitonSilva#EastBengalvsHyderabad
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
এই ভারতীয় তারকা না খেললে বর্ডার-গাভাসকর ট্রফি আরও একপেশে হত, কার কথা বললেন ম্যাকগ্রা? ...
শহরে ফিরল সন্তোষজয়ী বাংলা দল, জনসমুদ্রে ভাসল বিমানবন্দর, রবি-সহ বাকিদের চাকরি নিয়ে উদ্যোগী আইএফএ...
বাঁ হাতে বল করতে হবে বুমরাকে! হেডদের বাঁচাতে নতুন আইন আনতে চান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ...
১৫ হাজার টাকার জন্য আটকে রাখা হয়েছে কাম্বলির ফোন, ১৮ লক্ষ বকেয়া থাকায় হাতছাড়া হতে পারে বাড়িও ...
নীতীশ রেড্ডির ব্যাটিং পজিশন ঠিক করে দিলেন ক্লার্ক, সিডনিতে এই পজিশনে নামলেই সাফল্য ...
ফুটবলারদের কৃতিত্ব দিলেন সঞ্জয় সেন, ক্রীড়ামন্ত্রীর শুভেচ্ছাবার্তা চ্যাম্পিয়নদের...
রবির শেষ মিনিটের গোলে বছর শেষের রাতে ফিরল সুদিন, সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা...
বিশ্রী হার সত্ত্বেও মেলবোর্নে সম্মানিত দুই ভারতীয় ক্রিকেটার...
বিরাট পতন! প্রথম ৫০ জনের তালিকায় নেই কোহলি
যশস্বী সিংহাসনচ্যুত, কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড মুম্বইয়ের তরুণের...
শক্তিশালী কেরল শেষ গাঁট, অতীত ভুলে ট্রফি নিয়ে ফিরতে মরিয়া সঞ্জয় সেন...
রোহিতের ব্যাখ্যায় অখুশি, গিলকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন সানি...
সন্তোষে বাংলার সাফল্য কামনায় সঞ্জয় সেনকে ফোন ক্রীড়ামন্ত্রীর...
১১ জানুয়ারি হচ্ছে না আইএসএলের ফিরতি ডার্বি, জানালেন ক্রীড়ামন্ত্রী...
১১ জানুয়ারি হচ্ছে না আইএসএলের ফিরতি ডার্বি, জানালেন ক্রীড়ামন্ত্রী...